নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে রাতভর প্রতিমা কারখানা ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার
জানান, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত নরসিংদী।
মঙ্গলবার রাতে (২৩ সেপ্টেম্বর) জেলার পলাশ থানাসহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ ঘুরে দেখেন পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম। তিনি মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা আয়োজনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
জানা গেছে, প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজ নিজ এলাকায় প্রতিমা কারখানা ও পূজামণ্ডপগুলো নিয়মিত পরিদর্শন করছেন। ওসিদের এই তদারকির ফলে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। পুলিশ সুপারের এমন মানবিক কর্মকাণ্ডে নরসিংদীবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply