সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের অভিযোগ — এসআই জিয়াউর রহমানের দ্রুত অভিযানে শিক্ষক গ্রেপ্তার ও আদালতে প্রেরণ পুলিশ কমিশনার সাজ্জাদ আলী এনডিসি’র নির্দেশনায় মিরপুরে ক্রিকেট টুর্নামেন্ট — খেলাধুলার মাধ্যমে গড়ে উঠছে পুলিশ-জনতার বন্ধন বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করলো “বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম” গুলশানে ‘অধরা থাই স্পা’-এ অসামাজিক কার্যকলাপের অভিযোগ — মালিক রত্না আক্তারের বিরুদ্ধে তদন্ত দাবি কক্সবাজারে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ব্র্যাকের ‘PLEASE’ প্রকল্প পরিদর্শন — ড. জিয়াউদ্দিন হায়দার: “বর্জ্যকে সম্পদে রূপান্তর করাই টেকসই বাংলাদেশের পথ” বানারীপাড়ায় এসি ল্যান্ডের অভিযানে ৫৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ — পলাতক কারখানা মালিক জসিম আকন! শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ ধামরাই থানার চৌকস অফিসার এসআই জিয়াউর রহমানের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমাম হোসেন গ্রেফতার সরকারি বাতি জ্বলে, ফারুকের সম্পদ বাড়ে ছয় বছরে কোটিপতি গণপূর্ত প্রকৌশলী ফারুক!

‘রাতে পরিচালক ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন’

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ১৯৯ Time View

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ ও যৌন হেনস্থার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। প্রকাশ্যে মুখও খুলেছেন তাঁরা। সম্প্রতি হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনকে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর যৌন লালসার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। মিডিয়ার সামনে মুখও খুলেছেন তাঁরা। আর এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর। শুটিং চলাকালীন খোদ পরিচালকের যৌন লালসার শিকার হন তিনি।

বলেন, তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। এর আদব কায়দা খুব একটা বুঝতাম না। একটা ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। একটি প্রত্যন্ত এলাকায় চলছিল শুটিং। শুটিং চলাকালীন পরিচালক আমাকে বিভিন্ন আপত্তিকর মেসেজ করতেন। সব সময় চোখে চোখে রাখতেন। আর রাতে ছবির দৃশ্য নিয়ে কিছু আলোচনার জন্য তাঁর রুমে ডেকে পাঠাতেন। এরপর ভালোবাসা ও সেক্স নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। তারপর একদিন রাতে মদ্যপ অবস্থায় আমার ঘরে আসেন। আমাকে জড়িয়ে ধরতে চান।

আরও বলেন, রীতিমতো ভয়ে ভয়ে আমার দিন কাটত। পুরো একা হয়ে গিয়েছিলাম আমি। এরপর থেকে আমি শুটিং শেষ হয়ে গেলেই ঘরের আলো বন্ধ করে দিতাম। অন্ধাকারের মধ্যেই মেকআপ তুলতাম। আমি যে জেগে রয়েছি সেটা যাতে বাইরের কেউ বুঝতে না পারে তার জন্যই অন্ধকারে সব কাজ করতাম।”

এর পরবর্তী অভিজ্ঞতা সম্পর্কে স্বরা বলেন, যারা আমাকে কাস্ট করেছিল তাদেরই যৌন হেনস্থার শিকার হই। এমনকী, তাদের প্রস্তাব নাকচ করে দেওয়ায় বেশ কয়েকটি ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়। এই বিষয়টা আমাকে দুর্বল করে দেয়। অনেকেই আমার মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। একা হয়ে যাই আমি। কারণ, তিনি কোনওভাবেই সমঝোতা করবেন না বলে জানতেন ইন্ডাস্ট্রির সেই সব লোকজন। আসলে আমি ছবি হারাতে রাজি। কিন্তু, কাস্টি কাউচের শিকার হতে রাজি নই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo